ফের রাতের শহরে আগুন। এবার ঘটনা এক হোটেলে।
সিটি সেন্টার-টু’র কাছে চিনারপার্কের একটি হোটেলে আচমকা অগ্নিকাণ্ডে ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যায় ফরেনসিক আধিকারিকরাও।
বুধবার রাত ১০টা নাগাদ সিটি সেন্টার-টু সংলগ্ন রাজ হোটেলের তৃতীয় ও চতুর্থ ফ্লোর থেকে আগুনের ফুলকি দেখা যায়। প্রাণ বাঁচাতে পড়িমরি করে বেরিয়ে আসেন অতিথিরা। সকলের চোখে-মুখে আতঙ্ক।































































































































