কয়লার টেন্ডার নিয়ে গোলমাল!
শুটআউটে মৃত্যু হল অন্ডালে তৃণমূল কর্মীর।
রাজ্যের কোলিয়াড়ি এলাকায় কয়লা তোলা নিয়ে বচসার জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক ব্যক্তির। নিহত ব্যক্তি শাসকদলেরই কর্মী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালে।

আরও পড়ুন : এবার পূর্ণেন্দুর ভোট কেন্দ্রে এসে শুভেন্দুর সভা!
বুধবার, রাত ১১টা নাগাদ অন্ডালের খাস কাজোড়া এলাকায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন ধরমবীর নুনিয়া নামে ওই ব্যাক্তি। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। অভিযোগ, আচমকা বাইকে করে কয়েকজন গিয়ে ধরমবীরকে লক্ষ্য করে গুলি করেন। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তাঁর দুই সঙ্গীকেও লোহার রড ও ছুরি দিয়ে মারা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তিনজনকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ধরমবীরকে চিকিত্সেকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসা চলছে। ইসিএলের কয়লার টেন্ডার নিয়ে গোমমালের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
আরও পড়ুন : “আমিও ফ্ল্যাগ ছাড়া মিটিং করি, শুভেন্দুও করছে”! কৌশল দেখছেন অনুব্রত
এ ঘটনায় স্থানীয় তৃণমূলকর্মী বিদ্যুৎ নুনিয়া–সহ ৯ জনকে আটক করেছে পুলিশ।




































































































































