দিনব্যাপী হুমায়ূন স্মরণ, বিকেলে বিরতিহীন ‘কৃষ্ণপক্ষ’

খায়রুল আলম ,ঢাকা

0
1

কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী শুক্রবার (১৩ নভেম্বর)। আর এই বিশেষ দিনকে ঘিরে বরাবরই দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই।

করোনার কারণে এবার জনসমাগম না হলেও দিনব্যাপী টেলিভিশনে প্রচার হবে নানা অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় দেখানো হবে তার উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘কৃষ্ণপক্ষ’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল ৫টায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি দেখানো হবে। মেহের আফরোজ শাওন পরিচালিত দুটি বিভাগে জাতীয় পুরস্কার পাওয়া এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে আছেন রিয়াজ ও চিত্রনায়িকা মাহি। এছাড়া অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ,তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আখন্দ ও ফারুক আহমেদ।

এছাড়া এদিন সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের স্টুডিও থেকে দেখানো হবে ভার্চুয়াল ‘হুমায়ূন মেলা’। এতে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান। আরো থাকবে নৃত্য, আবৃত্তি পাঠ, স্মৃতিচারণ ইত্যাদি

আরও পড়ুন- গার্ড অফ অনার থেকে উপাচার্যদের অনুপস্থিতি- ফের রাজ্যের বিরুদ্ধে ক্ষুব্ধ রাজ্যপাল