বৃহস্পতিবার আত্মনির্ভর ভারত অভিযান ৩.০ এর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন অর্থমন্ত্রী দাবি করেন, মহামারি পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। বেড়েছে জিএসটি আদায়ের পরিমাণ। এদিনের সাংবাদিক বৈঠকে ১২টি ক্ষেত্রের বিশেষ প্যাকেজ এর ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।

তথ্য দিয়ে তিনি এদিন জানিয়েছেন, চলতি বছরে জিএসটি আদায় হয়েছে অন্তত ১.০৫ লক্ষ কোটি টাকা। তিন তৃতীয় ত্রৈমাসিকে আর্থিক আদায় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক যখন বলছে ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার সামনে দাঁড়িয়ে আছে ভারত, সেই সময়েই নির্মলার বক্তব্য। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু করেছেন বিরোধীরা।

এদিন বিশেষ কিছু ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন,
◾ পিএফ খাতে সংস্থা এবং কর্মী উভয়ের তরফেরই ১২ শতাংশ টাকা সরকার ভর্তুকি হিসেবে দেবে ২ বছর। তবে সংস্থার কর্মী সংখ্যা অন্তত ১০০০ হতে হবে। ১৫ হাজারের কম বেতন পান এমন কর্মীদের জন্যও এই ভর্তুকি প্রযোজ্য।
◾ কৃষকদের সার এবং কীটনাশক কেনার জন্য ভর্তুকি হিসেবে সরকার খরচ করবে ৬৫ হাজার টাকা।
◾ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্ষুদ্র মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য ৩ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারেন্টি বাড়ানো হয়েছে।
◾ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তৈরি হবে ১৮ লক্ষ নতুন বাড়ি । ৭৮ লক্ষ কর্মসংস্থান বাড়বে প্রধানমন্ত্রী আবাস যোজনায়।
আরও পড়ুন:সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নীতীশ কুমারের


































































































































