এক সপ্তাহ আগেই মিটে গিয়েছে নির্বাচন পর্ব। কিন্তু হঠাৎই ভোট দেওয়ার আর্জি জানিয়ে টুইট করে বসলেন ট্রাম্প-পুত্র। আর তাতেই সোশ্যাল মিডিয়া হাসির খোরাক হলেন এরিক ট্রাম্প।
টুইটার পোস্টে দেখা যায়, মিনেসোটার মানুষের কাছে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন এরিক। নির্বাচন শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ পর এই টুইট নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এই পোস্টে আলোচনা করতে কেউ ছাড়েননি। নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বিরোধী শিবিরের চোখ এড়িয়ে যায়নি এই পোস্ট।
But of course Eric Trump scheduled an Election Day tweet for the wrong week… pic.twitter.com/a4tL0UYRm8
— Rex Chapman?? (@RexChapman) November 10, 2020
ঘটনা কী? ভোট দেওয়ার আর্জি জানিয়ে এক সপ্তাহ আগেই ওই টুইট করেছিলেন এরিক ট্রাম্প। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই পোস্ট আপলোড হয় এক সপ্তাহ পরে। সঙ্গে সঙ্গে ডিলিট করা হয়। কিন্তু ওই পোস্টের স্ক্রিনশট ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ভোটের সময় প্রচারের কেন্দ্রে ছিলেন এরিক। সেই সময় একাধিক টুইট করতে থাকেন তিনি। মনে করা হচ্ছে, একাধিক টুইট এর মধ্যে শিডিউলিং এর সমস্যা হওয়ায় এক সপ্তাহ পর পোস্ট হয় ওই টুইট।
আরও পড়ুন:শান্তিচুক্তির বিরোধিতায় নেমে পার্লামেন্টের স্পিকারকে গণপিটুনি আর্মেনিয়ায়