‘এক্সিট পোল’ কি মিলিয়ে দেবে ভোট ভাগ্য! গোটা দেশের নজর আটকে বিহারে

0
2

তিন দফার নির্বাচন শেষ হয়েছে গত শনিবার। আজ মঙ্গলবার বিহারের শাসনভার কার হাতে উঠবে জানতে মুখিয়ে রয়েছে গোটা দেশ। লালু পুত্র তেজস্বী নাকি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার? এই প্রশ্নের উত্তর মিলবে আজ। অবশ্য একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিহারের ‘এক্সিট পোল’ কঠিন এই পরীক্ষার ফলাফলের পূর্বাভাস ঘোষণা করেছে আগেই। যেখানে একেবারে ফুল মার্কস সহ পাস করে গিয়েছেন আর আরজেডির তেজস্বী যাদব। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তালিকা…

সি ভোটার-টাইমস নাও এক্সিট পোল

এনডিএ ১১৬
মহাগঠবন্ধন ১২০
এলজেপি ১
অন্যান্য ৬

রিপাবলিক জন কি বাত এক্সিট পোল

এনডিএ ৯১-১১৭
মহাগঠবন্ধন ১১৮-১৩৮
এলজেপি ৫-৮
অন্যান্য ৩-৬

টিভি ৯, ভারতবর্ষ

এনডিএ ১১০-১২০
মহাগঠবন্ধন ১১৫-১২৫
এলজেপি ৩-৫
অন্যান্য ১০-১৫

নিউজ ১৮

এনডিএ ৪৪-৬৬
মহাগঠবন্ধন ১৬৯-১৯১
অন্যান্য ৪-১২

নিউজ এক্স ডিডি রিসার্চ
এনডিএ ১১০-১১৭
মহাগঠবন্ধন ১০৮-১২৩
এলজেপি ৪-১০
অন্যান্য ৮-২৩

ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া
এনডিএ ৬৯-৯১
মহাগঠবন্ধন ১৩৯-১৬১
এলজেপি ৩-৫
অন্যান্য ৩-৫

আরও পড়ুন:বিহারের মসনদে কে? জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দৈনিক ভাস্কর
এনডিএ ১২০-১২৭
মহাগঠবন্ধন ৭১-৮১
এলজেপি ১২-২৩
অন্যান্য ১৯-২৭