গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী সোনার দাম। পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। ধনতেরাসের আগেই চড়ছে সোনা, রুপোর দাম। তবে কিছুটা স্বস্তি দিয়ে আজ সোমবার অপরিবর্তিত থাকল রুপোর দাম। বাড়েনি সোনার দামও।
সোমবারের বাজারে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৫৩ হাজার ০২০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম গয়না সোনার দাম ৫০ হাজার ৩০০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক গয়নার সোনার দাম ৫১ হাজার ০৫০ টাকা। প্রতি কেজি রুপোর বাটের দাম ৬৫ হাজার ৮৬০ টাকা। প্রতি কেজি খুচরো রুপোর দাম ৬৫ হাজার ৯৬০ টাকা।
আরও পড়ুন:৯ নভেম্বর, সোমবারের বাজার দর