হোম অফ ক্রিকেটে সাকিব আসলেন ৩৭৬ দিন পর

0
1

খায়রুল আলম, ঢাকা

২০১৯ সালের ২৯ অক্টোবর। নিকশ কালো সন্ধ্যায় মিরপুরে এসেছিলেন সাকিব আল হাসান।

একবছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর বিসিবি কার্যালয়ে এসে দিয়েছিলেন আনুষ্ঠানিক বিবৃতি।কঠিন সময়ে সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে ছেড়েছিলেন শের-ই-বাংলা স্টেডিয়াম।এক বছরেরও বেশি সময় পর সেই সাকিব এলেন হোম অব ক্রিকেটে।

সব আগের মতোই আছে, শুধু সাকিবের একটি বছর পার হয়েছে ক্রিকেট না খেলেই।৩৭৬ দিন পর সাকিবের মিরপুরে আসার কারণ ছিল ফিটনেস টেস্ট দেওয়া। কিন্তু সেটি দেননি আজ।

বুধবার দ্বিতীয় ধাপে বিশ্বসেরা অলরাউন্ডার দেবেন ফিটনেসের পরীক্ষা।বিপ টেস্টে ১১ পেলে সাকিব খেলতে পারবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জানা গিয়েছে,  টুর্নামেন্টের আগে ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা নিচ্ছে বিসিবি।

সোমবার প্রথমদিনে প্রথম গ্রুপেই ছিল সাকিবের নাম। মাঠে এসে হালকা কিছু কসরত করে তিনি বাড়ি ফিরে যান । মঙ্গলবার আবার আসবেন তিনি।