বহুতলের ন’তলা থেকে পড়ে মৃত্যু ফ্ল্যাটের পরচারিকার। মৃতের নাম প্রণতি মণ্ডল (৩৪)। রবিবার বেলা তিনটে নাগাদ ঘটনাটি ঘটে গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ধোসা গ্রামের বাসিন্দা প্রণতি ওই বহুতলের একটি ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই পরিচারিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের জন্য দেহ রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ময়না তদন্তের পর স্পষ্ট হবে, এটা খুন না আত্মহত্যা, জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, দুপুরের দিকে হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ হয়। আবাসনের লোকজন বাইরে এসে দেখেন, ওই মহিলার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে।
আরও পড়ুন-গ্রেফতার তিন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ী






























































































































