আমেরিকার ৪৬ তম নতুন রাষ্ট্রপতি হিসেবে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে জো বাইডেনকে। পাশাপাশি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে উপরাষ্ট্রপতি পথে বসেছেন কমলা হ্যারিস। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম বিবৃতিতে আমেরিকাবাসীকে ধন্যবাদ জানালেন জো বাইডেন। পাশাপাশি তিনি এটাও জানালেন দেশের মানুষ তাদের স্পষ্ট জনাদেশ দিয়েছে। এই জয় ‘WE THE PEOPLE’ মানসিকতার মানুষের জয়। একই সঙ্গে এটাও জানালেন, বিভাজন নয় ঐক্যবদ্ধ আমেরিকা গড়ে তুলবেন তিনি।
রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর শনিবার নিজের প্রথম ভাষণে জো বাইডেন বলেন, ‘আমি এমন একজন রাষ্ট্রপতি হব যে আমেরিকার রাজ্যগুলিকে লাল-নীল রঙে দেখবে না। বরং একটি সংযুক্ত রাষ্ট্র আমেরিকার চোখে দেখবে।’ পাশাপাশি আমেরিকা দেশ বাসীকে একজোট হওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘সমস্ত আফ্রিকান আমেরিকান যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি যেমন আপনাদের পাশে পেয়েছি, তেমনই আপনারাও আমাকে পাশে পাবেন।’ পাশাপাশি ট্রাম্প সমর্থকদের উদ্দেশে তিনি জানান, ‘জানি তারা সহজেই জয় মেনে নেবেন না। কিন্তু দেশকে নতুনভাবে গড়ে তুলতে গেলে সকলের সমর্থন ও উদ্যোগ প্রয়োজন।’ ট্রাম্প জামানায় জাতিবিদ্বেষে বিদীর্ণ আমেরিকার পরিবর্তন আনার জন্য সদর্থক দৃষ্টিভঙ্গির প্রয়োজন বলেও জানান বাইডেন।
আরও পড়ুন: ‘আমিই প্রথম, তবে শেষ নই’, উপরাষ্ট্রপতি পদে জয়ী হওয়ার পর প্রথম বিবৃতি কমলা হ্যারিসের
অন্যদিকে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেনের জন্মভূমি ডেলাওয়্যারের উইলমিংডনে কাতারে কাতারে মানুষ নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্টের নামে জয়ধ্বনি দিয়ে এই জয় উদযাপন করেন। বহু মানুষ এদিন শুভেচ্ছা জানান তাঁকে। শুভেচ্ছাবার্তা সে পৃথিবীর প্রায় সমস্ত দেশ থেকে। আমেরিকার রাষ্ট্রপতিকে শুভেচ্ছা বার্তা জানাতেও ভোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।