ডিএসএলআর ক্যামেরা এবং পাওয়ার ব্যাঙ্কের ওপর জিএসটি কমিয়েছে মোদি সরকার। কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ইনফিনিটি রিটেইলের ক্রেতারা। অভিযোগ টাটা মালিকানাধীন ইনফিনিটি রিটেইল এই সমস্ত পণ্যের দাম কমায়নি। আর তাতেই এবার কাঠগড়ায় টাটা গোষ্ঠী।

২০১৯ সালে ডিএসএলআর ক্যামেরা এবং পাওয়ার ব্যাঙ্কের উপর জিএসটি কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে ডিএসএলআর ক্যামেরার উপর জিএসটি ২৮ শতাংশ। ইনফিনিটি রিটেইলার টাটা কোম্পানির ছাতার তলায় ব্যবসা করে । ক্রোমার আওতায় ইলেকট্রনিক্স পণ্যের খুচরো বিক্রি করে থাকে টাটা গোষ্ঠী। কিন্তু অভিযোগ সংশ্লিষ্ট পণ্যে জিএসটি বাবদ পুরনো দামই নিয়েছে ক্রোমা। সেই অভিযোগে এবার জরিমানা করা হলো টাটা গোষ্ঠীকে।

দেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলির মধ্যে টাটা অন্যতম। দীর্ঘদিন ধরেই নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে চলেছে রতন টাটার এই সংস্থা। কিন্তু শেষ রক্ষা হলো না। কালিমালিপ্ত হলো টাটা। অভিযোগের ভিত্তিতে ন্যাশনাল অ্যান্টি প্রফিটিং অথরিটি ১ কোটি ৯০ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে ইনফিনিটি রিটেইলারের বিরুদ্ধে। আগামী তিন মাসের মধ্যে ওই টাকা জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:কোথায় নব্যরা? মধ্যাহ্নভোজেও এক পঙক্তিতে আদি বিজেপি নেতৃত্ব!





































































































































