শেয়ারবাজারে গতি, ৫৫৩ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ১০ মাসে সর্বোচ্চ

0
1

?সেনসেক্স ৪১,৮৯৩ (⬆️ ৫৫৩)

?নিফটি ১২,২৬৪ (⬆️১৪৩)

লকডাউন কাটিয়ে ভারতে এখন আনলক ছয় চলছে। এর মধ্যে টানা পাঁচ দিন ধরে দেশের শেয়ারবাজারে এখনও গতি দেখা যাচ্ছে। দেশীয় শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী। বিএসই-এর ৩০ টি শেয়ারের সূচক ৫৫৩ পয়েন্ট বা ১.৩৪ শতাংশ বেড়ে এ দাঁড়িয়েছে ৪১,৮৯৩। এনএসই নিফটি ১৪৩ পয়েন্ট বা ১.১৮ শতাংশ বেড়ে হয়েছে ১২,২৬৪। এদিন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারে সূচক বৃদ্ধি হয়েছে যথাক্রমে ০.৩ শতাংশ এবং ০.৫ শতাংশ।

বাজাজ ফিনজার্ভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসাইন্ড ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, কোটক মাহিন্দ্রা ব্যাংক নিফটির শীর্ষ গ্রাহকদের মধ্যে রয়েছে। ক্ষতিগ্রস্থদের মধ্যে রয়েছে মারুতি সুজুকি, GAIL, ভারতী এয়ারটেল, আল্ট্রাটেক সিমেন্ট এবং এশিয়ান পেইন্টস।

আরও পড়ুন : চাঙ্গা শেয়ারবাজার, পরপর চারদিন গ্রাফ ঊর্ধ্বমুখী