মধ্যপ্রদেশের উপনির্বাচন: বড় স্বস্তি শিবরাজের, জানাল সমীক্ষা

0
2

মধ্যপ্রদেশ বিধানসভার ২৮ টি আসনের উপনির্বাচনে বড় স্বস্তি পেতে চলেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, সিংহভাগ আসনই যাচ্ছে বিজেপির দখলে। মধ্যপ্রদেশে সাত মাস আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময় কংগ্রেসের কয়েকজন মন্ত্রী সহ সিন্ধিয়া ঘনিষ্ঠ বিধায়করা দলবদল করেন। ফলে একদিকে কংগ্রেস সরকারের পতন হয় এবং অন্যদিকে ২৮ টি আসনে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এই উপনির্বাচনের ফলাফলের উপর শিবরাজ সিং চৌহান সরকারের স্থায়িত্ব নির্ভর করছে। সেই পরীক্ষায় তিনি সসম্মানে পাশ করছেন বলে ইঙ্গিত দিল বুথফেরত সমীক্ষা। ফলে এযাত্রায় কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের রাজ্য পুনরুদ্ধারের আশা জলে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- বেহালাবাসীর জন্য সুখবর, এই মাসের মধ্যেই চালু হতে পারে মাঝেরহাট ব্রিজ

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষার ফল বলছে, মধ্যপ্রদেশের ২৮ টি আসনের উপনির্বাচনে বিজেপি পাবে ১৬ থেকে ১৮ টি আসন। কংগ্রেসের দখলে থাকবে ১০ থেকে ১২ টি আসন। বিএসপি পেতে পারে ১ টি আসন। ভোট শতাংশের হিসাবে বিজেপি ৪৬ শতাংশ, কংগ্রেস ৪৩ শতাংশ, বিএসপি ৬ শতাংশ, অন্য দল ৫ শতাংশ। মধ্যপ্রদেশ ছাড়া গুজরাটের ৮ টি ও উত্তরপ্রদেশের ৭ টি আসনে একাধিক বিধায়কের দলবদলের কারণে উপনির্বাচন হয়েছে। দুটি রাজ্যেই বিজেপি সিংহভাগ আসন পাচ্ছে বলে জানাচ্ছে ইন্ডিয়া টুডের বুথফেরত সমীক্ষা।

আরও পড়ুন- হেমন্তেই শীতের আমেজ, আরও জাঁকিয়ে পড়বে ঠান্ডা