শেষদফায় বিহারে রেকর্ড ভোট দেওয়ার আর্জি মোদি, শাহের

0
2

বিহারে আজ তৃতীয় তথা শেষ দফার ভোট চলছে। শনিবার সাতসকালেই বিহারবাসীর কাছে রেকর্ড সংখ্যক ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে সুশাসন কায়েম করতে মানুষ দলে দলে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, টুইটে আবেদন দুই শীর্ষ নেতার।

আরও পড়ুন:বিহারে শেষ দফার ভোটগ্রহণ চলছে, ৫০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধেই আছে ফৌজদারি মামলা

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, বিহারবাসীর কাছে অনুরোধ, নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট দিন। ভোটকেন্দ্রে যাওয়ার সময় সবাই অবশ্যই মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। অন্যদিকে অমিত শাহ বলেছেন, বিহারে সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠার স্বার্থে রাজ্যের যুব সমাজ ও সর্বস্তরের মানুষ এগিয়ে আসুন। সবাই ভোট দিন। গণতন্ত্রের উৎসবে অংশ নিন।