রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ২০ ওভারে ১৩১/৭ (ডিভিলিয়ার্স ৫৬, হোল্ডার ৩/২৫)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৯.৪ ওভারে ১৩২/৪ (উইলিয়ামসন ৫০*, সিরাজ ২/২৮)
সানরাইজার্স হায়দরাবাদ ছয় উইকেটে জয়ী।
এবারেও হল না। ২০২০ আইপিএলে যাত্রা শেষ হয়ে গেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ৬ উইকেটে হায়দরাবাদের কাছে হেরে এবারের আইপিএল-এর থেকে বিদায় নিল টিম কোহলি। কোয়ালিফায়ারে দিল্লির সামনে হায়দরাবাদ।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর শুরুতেই RCB ইনিংসে জোড়া ধাক্কা দেন জেসন হোল্ডার। মাত্র ৬ রান করেই ক্যারিবিয়ান তারকার বলে আউট হন কোহলি। ১ রান করে ফেরেন গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাট করা দেবদূত পাড়িক্কল। শেষে হাল ধরেন এবি’ডিভিলিয়ার্স এবং অ্যারন ফিঞ্চ। কিন্তু ৩২ রান করে ফিরে যান ফিঞ্চ। শেষপর্যন্ত ডিভিলিয়ার্সের দুরন্ত অর্ধ-শতরানে ভর করে ২০ ওভারে সাত উইকেটে ১৩১ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবিডি-র সংগ্রহ ৪৩ বলে ৫৬ রান। হোল্ডার নেন তিনটি উইকেট। নটরাজন নেন দু’টি উইকেট।

রান তাড়া করতে নেমে সানরাইজার্সের সমস্যা বাড়িয়ে দেন মহম্মদ সিরাজ। শুরুতেই ফেরান ঋদ্ধিমানের জায়গায় দলে সুযোগ পাওয়া শ্রীবত্স গোস্বামীকে। তারপর ১৭ রানে ফেরান ওয়ার্নারকে। কিন্তু প্রথমে মনীশ পাণ্ডে (২৪) এবং পরে জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে পালটা লড়াই করতে শুরু করেন কেন উইলিয়ামসন। শেষপর্যন্ত এই জুটিই হায়দরাবাদকে দু’বল বাকি থাকতেই জয় এনে দিল। অপরাজিত ৫০ রান করলেন উইলিয়ামসন। ২৪ রানে অপরাজিত থাকলেন হোল্ডার। ম্যাচের সেরা উইলিয়ামসন।
আরও পড়ুন- তাঁর সম্পর্কে ছেলে জয়কে কী নালিশ করেছিলেন মমতা? জানিয়ে দিলেন অমিত শাহ
































































































































