অসুস্থ এনামুল, মঞ্জুর অন্তর্বর্তীকালীন জামিন

0
1

গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী সোমবার এনামুল তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি কোর্ট।

শনিবারই এনামুল হককে কলকাতায় আনার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তাঁর ট্রানজিট রিমান্ডের খারিজ করে দেয় আদালত। বদলে থাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

এদিকে এনামুলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি সিবিআই-এর। পশ্চিমবঙ্গের তিনটি জেলাকে সিবিআই চিহ্নিত করেছে। তদন্তকারীদের মতে, এই তিনটে জেলা থেকেই প্রধানত অপরাধ সংগঠিত হত। যে জায়গাগুলি থেকে প্রধানত গরু পাচার হত, তদন্তকারীদের মতে সেগুলি হল- বসিরহাট, মালদহ, মুর্শিদাবাদ।

অভিযোগ, বিএসএফ বা কাস্টমসের থেকে ধরা গরু নিলামে কিনে প্রায় সাতগুণ দামে তা বিক্রি করা হত। তারপর অবৈধ সিন্ডিকেটের ছাপ দিয়ে সেই গরুগুলি পাচার করা হত। যে জেলাগুলিতে অপরাধ সংঘটিত হত, সেই তিনটি জেলায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সিবিআইয়ের বিশেষ দল। সূত্রের খবর এনামুলকে জেরা করে বসিরহাটের এক ব্যবসায়ীর কথা জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। তাঁকেও নজরে রাখা হয়েছে।

আরও পড়ুন- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক, বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের অধিকাংশই যাদবপুরের