খায়রুল আলম (ঢাকা) : ব্রাহ্মণবাড়িয়ায় মালিক পক্ষের নির্যাতন সইতে না পেরে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার শহরের খৈয়াসার এলাকায় ফেসবুক লাইভে এসে সে বিষ খেয়ে আত্মহত্যা করেন। পারভেজ জেলার আখাউড়ায় উপজেলার জাঙ্গাল গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। নিহতের পরিবারের আত্মীয়দের অভিযোগ, পারভেজ শহরের খৈয়াসার এলাকার কালু মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানে একজন শ্রমিক ছিল। ঠিকাদার কালু মিয়ার ছেলে জীবন বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। শুক্রবার সকালেও তাকে মারধর করলে সে ফেসবুক লাইভে এসে বিষ খেয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































































































































