রাজ্যে রাষ্ট্রবাদী বিজেপি সরকার এলে কেন্দ্রীয় এজেন্সিগুলি আরও তৎপর হবে। পশ্চিমবঙ্গ আরও সুরক্ষিত হবে। সীমান্তে আর অনুপ্রবেশ হবে না। একটি সর্বভারতীয় হিন্দি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন : আদিবাসীরা ১৬০০ টাকা কেজির পোস্ত খান? অমিত শাহর মেনু নিয়ে কটাক্ষ বিরোধীদের
আলোচনায় নিশ্চিতভাবে ৩৫৬ ধারা প্রয়োগের জল্পনার কথাও আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখানে লক্ষ্যণীয়। তাঁর বক্তব্য, আমার ব্যক্তিগত কোনও এজেন্ডা নেই। পুরো বিষয়টি নির্ভর করছে রাজ্যপালের রিপোর্টের উপর। তার সঙ্গে আইনি প্রক্রিয়া রয়েছে। তবে এসব কথা উঠছে কেন? বাংলায় বিজেপি স্বাভাবিকভাবে জিতবে। ২০০-র বেশি আসন পাবে।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত শীর্ষ বৈঠকের প্রস্তুতি
বিজেপির কেন মুখ্যমন্ত্রীর মুখ থাকবে না? অমিত শাহ তাঁর পশ্চিমবঙ্গ সফরে যা বলেছিলেন, তার থেকে কিছুটা সরে গিয়েই জবাব দেন। বলেন, বহু রাজ্যে আমরা কাউকে মুখ্যমন্ত্রী প্রোজেক্ট না করেই লড়েছি। উত্তরপ্রদেশে এভাবে লড়ে দুই-তৃতীয়াংশ আসনে জিতেছি। এ ব্যাপারে জেপি নাড্ডার নেতৃত্বাধীন বিজেপি সিদ্ধান্ত নেবে। তবে প্রয়োজনে আমরা ভাবতে পারি।





































































































































