মুখ্যমন্ত্রীর ‘মুখ’ নিয়ে আপনাদের ভাবতে হবে না, দলীয় সভায় কড়া বার্তা অমিত শাহর

0
1

২০২১-এর ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ কে? দলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কড়া বার্তা, এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা তৈরি হোন ভোটের জন্য। ২০০-র বেশি আসনে আমরা জিতব। সেই সঙ্গে ৩৪ দফা কর্মসূচি দিয়ে গেলেন রাজ্য বিজেপিকে।

বাঁকুড়ার অভিজ্ঞতার জেরে শুক্রবার সল্টলেকে কর্মী সভায় অমিত শাহ বলেন, ভোট আসছে। আগে মানুষের আস্থা অর্জন করুন। জোশ দিয়ে নয়, হোঁশ দিয়ে কাজ করুন। নির্ভয়ে কাজ করুন। ভোটে সন্ত্রাস হবে না। কোথাও কর্মীর মৃত্যু হলে দুঃখ নয়, সেই এলাকার মানুষকে নিয়ে দখল করুন।

আরও পড়ুন:সাবলীল দক্ষতায় চলে বন্দুক ও কলম: নতুন বই প্রকাশ পুলিশ কমিশনার হুমায়ুনের

অমিত শাহ জানেন, ২০২১-এর ভোটে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন, সে নিয়ে সমর্থকদের মতো নেতৃত্বের মধ্যেও ধন্ধ রয়েছে। তাই মঞ্চ থেকেই সাফ জানান, ‘মুখ’ কে হবেন, তা আপনাদের ভাবতে হবে না। আপনারা ভাবুন সোনার বাংলা গড়ার কথা। মানুষের উপর আস্থা রেখে তাদের আস্থা অর্জন করতে হবে। সেটাই টার্গেট। রাজ্য নেতৃত্বকে যেব ৩৪ দফা কর্মসূচি দিয়েছেন, তা নিয়ে কালীপুজোর পরেই নেমে পড়বে বিজেপি।