অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শুরু হতে এখনও তিন সপ্তাহ বাকি। চোটের জন্য সেই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা। অথচ দল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই রোহিতকে দেখা গিয়েছে যে তিনি বহাল তবিয়তে নিজের ফ্র্যাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন এবং অধিনায়কত্ব করছেন। আর সেটা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। তাঁর প্রশ্ন, রোহিতের কাছে কি জাতীয় দলের জার্সিতে খেলার থেকেও আইপিএলে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ? নাকি তাঁর ফিটনেস নিয়ে বোর্ডের ফিজিও কোনও ‘ভুল’ করছেন?
গত সপ্তাহের গোড়ার দিকে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সময় নির্বাচকরা জানিয়েছিলেন, রোহিত এবং ইশান্তের ফিটনেসের উপর নজর রাখা হচ্ছে, ফিট হলে তাঁরা অস্ট্রেলিয়া যাবেন। কিন্তু দল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে হিটম্যানের অনুশীলন করার ভিডিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় বেশ সাবলীলভাবেই ব্যাট করছেন মুম্বইয়ের অধিনায়ক। হ্যামস্ট্রিং সমস্যার চিহ্নমাত্র নেই। তারপর থেকেই প্রশ্ন ওঠা শুরু করে, তাহলে কীসের ভিত্তিতে বাদ পড়লেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন? আইপিএলের শেষ লিগ ম্যাচে তাঁকে খেলতে দেখার পর সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। সমর্থকরা বলছেন, রোহিত যদি আনফিটই হবেন, তাহলে তো আইপিএল থেকেই ছিটকে যাওয়ার কথা তাঁর। কিন্তু তিনি তো দিব্যি খেললেন।
আর এখানেই প্রশ্ন দিলীপ বেঙ্গসরকারের। তিনি বলছেন, ‘উদ্ভট লাগছে, টিম ইন্ডিয়ার সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান, যাকে কিনা কয়েকদিন আগেই আনফিট ঘোষণা করা হয়েছিল, ফিট না থাকায় যে অস্ট্রেলিয়ার সফরে যেতে পারলেন না, তিনিই এখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন এবং অধিনায়কত্ব করছেন। এখন প্রশ্ন হল, আইপিএল কি জাতীয় দলের হয়ে খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? দেশের হয়ে খেলার থেকেও কি ক্লাবের হয়ে খেলাটা বেশি জরুরি? বোর্ডের এটা নিয়ে পদক্ষেপ করা উচিত। নাকি বোর্ডের ফিজিওই রোহিতের চোট সম্পর্কে সঠিক অনুমান করতে পারেননি?
একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই মুহূর্তে সেই প্রশ্নের জবাব দেওয়ার কেউ নেই।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.