দুদিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে প্রথমে দক্ষিণেশ্বরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে পুজো দেবেন অমিত শাহ। দক্ষিণেশ্বরে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি মহিলা মোর্চা।
সেখান থেকে অমিত শাহ যাবেন পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করতে।
সকাল ১১.৩০ – দুপুর ১টা : বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক।
দুপুর ১.১৫-এ রাজারহাটে এক উদ্বাস্তু মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজন।
দুপুর ৩টে নাগাদ সাংবাদিক বৈঠক।
বিকেল ৩.১৫ নাগাদ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সাক্ষাৎ। এদিনই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।