হাথরসকাণ্ডের পর আদিবাসী বাড়িতে খাওয়া-দাওয়া অমিত শাহের কমেডি শো! কটাক্ষ অধীরের

0
9

উত্তরপ্ৰদেশে দলিত-আদিবাসীরা ধর্ষিতা হচ্ছে, আর এ রাজ্যে এসে তাঁদের বাড়িতেই দুপুরে ভাত খাচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এসব নাটক-অভিনয়-রাজনীতি মানুষ বোঝে। আজ, শুক্রবার এভাবেই অমিত শাহের কড়া সমালোচনা করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

এদিন কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা করে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে মেয় রোডে গান্ধী মূর্তির পাদদেশে পর্যন্ত এক অভিনব প্রতিবাদ মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই তিনি অমিত শাহের দু’দিনের বঙ্গ সফর নিয়ে এমন কটাক্ষ করেন।

একইসঙ্গে কেন্দ্রের যে কৃষি বিল সেটা, কৃষকদের পক্ষে মোটেই সুবিধার নয়! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই বাংলা আসুক না কেন বাংলার মানুষ নিজের ভালোটা বোঝো! এদিন তিনি আরও প্রশ্ন তোলেন, কেন্দ্রের যে এনআরসি-সিএএ বিল পাস হয়ে গেছে সেটা এখনও কেন কার্যকরী হচ্ছে না? অধীরের দাবি, আসলে বিজেপির অন্দরেই এই নিয়ে অনেক মতভেদ আছে। বিজেপির একটা বড় অংশ এটা মেনে নিতে পারছে না। সেই জন্য এটা জনসমক্ষে আনছে না। নিয়ে আসলে নতুন বিতর্ক সৃষ্টি হবে দলের মধ্যেই।

এদিকে, অমিত শাহের আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে খাওয়া নিয়ে কটাক্ষ করে অধীর বলেন, এটা বিজেপির একটা নতুন রাজনীতি রঙ্গ! যখন সারা দেশ উত্তাল উত্তরপ্রদেশের হাথরস ঘটনা নিয়ে, যেখানে এক আদিবাসী দলিত কন্যা ধর্ষিত হয়েছেন, সেখানে তিনি একবারও যাননি। একটা বাক্যও খরচ করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর বাংলায়এসে আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে খাওয়া-দাওয়া! এটা একটা কমেডি শো বলেই কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি!

আরও পড়ুন- গুরুংকে হারিয়ে মাথা চাপড়াচ্ছে বিজেপি, বুঝিয়ে গেলেন অমিত