হেমন্তেই শীতের আমেজ, ফের নামল তাপমাত্রার পারদ

0
1

গতকাল বুধবার একলাফে ২ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল শহর কলকাতায়। বৃহস্পতিবার অন্যরকম কিছু ঘটল না। বুধবারের তুলনায় এদিন ২ তাপমাত্রা নামল। নভেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা পৌঁছাল ২০ ডিগ্রিতে। ফলে হেমন্তের শুরুতেই শীতের স্বাদ পাচ্ছেন রাজ্যবাসী।

রাতে এবং ভোরের দিকে নামতে শুরু করেছে তাপমাত্রা। গত ২ দিনে একলাফে তাপমাত্রা ৪ ডিগ্রি কমে যাওয়ায় শীত শীত ভাব এসেছে। কিন্তু বেলা বাড়তেই শহর কলকাতায় উধাও হয়েছে সেই আমেজ। জলীয়বাষ্প থাকার কারণে এই অস্বস্তি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি। তবে জেলায় জেলায় থাকবে শীতের আমেজ।

এদিকে তাপমাত্রা নামতেই দূষণ বাড়ছে কলকাতায়। আবহাওয়াবিদরা আগেই অনুমান করেছিলেন, সপ্তাহের শেষের দিকে ২০ ডিগ্রি বা তার নিচে নেমে যাবে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রার পারদ সেই দিকেই নামছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার পাঁচ দিনে এই আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। ২০ থেকে ২১ ডিগ্রি আশেপাশে আবহাওয়া থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন:কিডনি কাজ করছে না, চলছে মাল্টিপল ট্রান্সফিউশন! অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র