“বিজেপি এমন করছে, যেন অর্ণব ওদের কার্যকর্তা!” কটাক্ষ শিবসেনার

0
5

এদিকে রিপাবলিক টিভির প্রধান সম্পাদক বলে কথা! তাই অর্ণব গ্রেফতার হতেই আসরে নামে বিজেপি। সকাল থেকেই টুইটারে এই ঘটনায় মহারাষ্ট্র সরকারের নিন্দায় মুখর অমিত শাহ, প্রকাশ জাভড়েকর, স্মৃতি ইরানির মতো বিজেপির শীর্ষ নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা। মহারাষ্ট্রের বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত অর্ণবকে ছাড়া হবে, ততদিন এই প্রতীকি প্রতিবাদ চলবে।

পাল্টা কংগ্রেসের পাশে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করেছে শিবসেনা। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী এবং শিবসেনার মুখপাত্র অনিল পরব বলেন, সাংবাদিকের গ্রেফতার হওয়া কখনই সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ হতে পারে না। তিনি প্রশ্ন তোলেন, “অর্ণব গোস্বামী কি বিজেপি কর্মী ছিলেন!‌ বিজেপি এমন আচরণ করছে যেন অর্ণব গোস্বামী তাদের দলের কার্যকর্তা ছিলেন এবং মিথ্যে অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে এলেন অমিত শাহ, স্বাগত জানাতে বিমানবন্দরে দিলীপ-মুকুল-কৈলাস