কালীপুজো থেকে ছটপুজো,রাজ্যে এ বছরের জন্য নিষিদ্ধ সবরকমের বাজি। একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বন্ধ করা হয়েছে সব বাজি বাজার।
বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা রোগীদের জন্য বাজির দূষণ অত্যন্ত মারাত্মক ক্ষতি করে। সেই কারণে কোথাও যাতে বাজি ফাটানো না হয় সে বিষয়ে প্রশাসনকে নজর দিতে হবে।

অন্যদিকে, বাজি এ বছর বাজি বিক্রি এবং পোড়ানো নিষিদ্ধ জানার পর দক্ষিণ ২৪ পরগনার চাম্পাহাটিতে সন্ধ্যার পর পথ অবরোধ করেন বাজি ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অনেক টাকার বাজি তৈরি করা হয়েছে। সেগুলি বিক্রি করতে না পারলে তাঁরা না খেতে পেয়ে মারা যাবেন। সরকার তাদের ক্ষতিপূরণ দিক। ঘন্টাখানেক অবরোধের পর অবশ্য তা উঠে যায়।
আরও পড়ুন- শীতের শুরুতেই তুষারশুভ্র সিকিমের লাচুং-লাচেন





 
 
 

























































































































