আইপিএলের মহাকরণের মধ্যেই দুবাইয়ে শুরু হল মহিলাদের টি–টোয়েন্টি টুর্নামেন্ট । শুধুমাত্র তিন দল নিয়ে হলেও প্রত্যেকটি দলেই রয়েছেন আন্তর্জাতিক তারকারা।
What a thriller we’ve witnessed here in Sharjah! ?#Velocity pull off a 5-wicket over #Supernovas in the opening encounter of #JioWomensT20Challenge ???#SNOvVEL pic.twitter.com/jTB9yVgM1y
— IndianPremierLeague (@IPL) November 4, 2020
বুধবার প্রথম ম্যাচে মিতালি রাজের ভেলোসিটির কাছে হেরে গেল হরমনপ্রীতের সুপারনোভাস। ১২৭ রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি ম্যাচ গড়াল শেষ ওভার পর্যন্ত। শেষে ১ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জেতে ভেলোসিটি।
এদিন টস জেতেন মিতালি। ব্যাট করতে পাঠান সুপারনোভাসকে। শুরুটা ভালই হয়েছিল হরমনপ্রীতদের। কিন্তু রান তোলার গতি খুব কম ছিল। শেষপর্যন্ত আত্তাপাত্তুর ৪৪ এবং অধিনায়ক হরমনপ্রীতের ৩১ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১২৬ রান তোলে সুপারনোভাস। তিনটি উইকেট নেন একতা বিস্ত।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দ্রুত দু’উইকেট হারায় ভেলোসিটি। তবে ভেদা কৃষ্ণামূর্তি, সুষমা বর্মা এবং সুনে লুজের ব্যাটে ভর করে এক বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান মিতালিরা।
আইপিএলের পাশাপাশি মহিলাদের এই টুর্নামেন্টের দিকেও নজর ক্রিকেটপ্রেমীদের ।