দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজোর সহ পরবর্তী উৎসব। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে দুর্গাপুজোয় বিধিনিষেধ নিয়ে রাজ্য সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে আদালত।
গত মঙ্গলবার, দুর্গাপুজোর মতো বাকি উৎসবেও বিধিনিষেধ লাগু করা হোক বলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, কালীপুজো, কার্তিকপুজো, ছটপুজো জগদ্ধাত্রীপুজো এবং বড়দিনেও কড়া নিয়ম কার্যকর করা হোক। আজ, বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
এদিনের শুনানিতে বিচারপতি বলেন, “সরকারের ইতিবাচক পদক্ষেপ এর জন্য উৎসবের মরশুমে আক্রান্তের সংখ্যা বাড়তে পারেনি। পুজো নিয়ে নির্দেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে রাজ্যের ভূমিকা অনুকরণ করার মতো। অসাধারণ কাজ করেছে রাজ্য সরকার। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সার্বিকভাবে ভালো কাজ হয়েছে।” একই সঙ্গে তিনি বলেন, দুর্গাপুজোর মতোই বিধি মেনে হোক কালীপুজো।
প্রসঙ্গত,করোনা পরিস্থিতিতে কালীপুজোয় বাজি না ফাটানো আবেদন জানিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, কালীপুজো এবং দীপাবলিতে বাজি ফাটাবেন না। কারণ বাজি থেকে যে দূষণ ছড়ায় তা করোনার ক্ষেত্রে মারাত্মক। বিসর্জনের শোভাযাত্রা হবে না বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে দিন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের এই নির্দেশ প্রত্যেকের মানা উচিত। কারণ করোনা মানুষের শ্বাস যন্ত্রের ক্ষতি করে। বাজি ফাটানোর পর দূষণ বাড়লে তা আরও ক্ষতি করবে।
আরও পড়ুন:অমিত সফর: নাটক করতে এসে দিবাস্বপ্ন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের