মার্কিন প্রেসিডেন্টের চেয়ার থেকে মাত্র ৬ ইলেক্টোরাল কলেজ ভোট দূরে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন৷ পপুলার ভোটেও প্রায় ৩৪ লক্ষ ভোটে এগিয়ে বাইডেন৷ ম্যাজিক ফিগার ২৭০ ইলেক্টোরাল কলেজ ভোট৷
হঠাৎ অনেকটাই পিছিয়ে গিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ফের মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পের দরকার আর ৫৬ টি ইলেক্টোরাল কলেজ ভোট৷
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের আপাতত পরিস্থিতি-
? জো বাইডেন
◾ডেমোক্র্যাটিক পার্টি
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ২৬৪
◾ভোট % – ৫০.৪%
◾পপুলার ভোট – ৭,২১,০২,৫৮৫
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার আর মাত্র ৬টি ইলেক্টোরাল কলেজ ভোট৷
?ডোনাল্ড ট্রাম্প
◾রিপাবলিকান পার্টি
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ২১৪
◾ভোট % – ৪৮%
◾পপুলার ভোট – ৬,৮৬,৩৭,০৭০
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হতে ডোনাল্ড ট্রাম্পের দরকার আর ৫৬ টি ইলেক্টোরাল কলেজ ভোট৷
_______
? হো হকিন্স
◾গ্রিণ পার্টি
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ০
◾ভোট % – ০.২%
◾পপুলার ভোট – ৩,২৮,০৩৬
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হতে হো হকিন্সের দরকার ২৭০ টি ইলেক্টোরাল কলেজ ভোট৷
________
অন্যান্য প্রার্থীরা
◾ইলেক্টোরাল কলেজ ভোট – ০
◾ভোট % – ০.৩%
◾পপুলার ভোট – ৩,৬২,৭০২
_________
◾ইলেক্টোরাল কলেজে বা মোট নির্বাচকমণ্ডলী-র মোট ভোটের সংখ্যা ৫৩৮ এবং দেশের পরবর্তী প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হবে।