প্রজনন মরশুমে মা ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে বুধবার মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হতেই বৃহস্পতিবার সকাল থেকে কুয়াকাটার মৎস্য বন্দর আলিপুর-মহিপুরসহ উপকূলের কয়েক হাজার মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে নেমে পড়েছে।আবারও শুরু হবে ইলিশ ধরার উৎসব। জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ। ফের সরগরম হয়ে উঠবে জেলে পল্লি। এমন স্বপ্নই বুনছেন মৎস্যজীবীরা।
নিষেধাজ্ঞার ২২ দিন জেলেরা তীরে বসে পুরোনো জাল ও ট্রলার মেরামত করে প্রস্তুতি নিয়েছেন। গত কয়েকদিনের খারাপ আবহাওয়ার কারণে কিছুটা হলেও ভয়ে ছিলেন জেলে ও ট্রলার মালিকরা। কিন্তু শেষপর্যন্ত জেলেদের পাশাপাশি আবহাওয়াও ইলিশ শিকারে প্রস্তুত। ঘাট থেকে ট্রলার ছাড়ার সময় মাঝি রুহুল আমিন বলেন, ‘‘নিষেধাজ্ঞার আগে আমাদের জালে ইলিশ ধরা পড়েনি। আশা করছি এখন সাগরে প্রচুর ইলিশ আছে।’’ কলাপাড়া উপজেলা ফিশিং ট্রলার মাঝি সমিতির সাবেক সভাপতি নুরু মাঝি বলেন, আমাদের এ অঞ্চলের জেলেরা নিজেরাই সচেতন। তাই আমরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা পালন করছি। আশা করছি সমুদ্রে বড় সাইজের ইলিশ পাব।

কুয়াকাটা আলিপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, ‘‘আবহাওয়া ভালো থাকায় এখানকার মাছধরা ট্রলারগুলো বৃহস্পতিবার সকাল থেকে গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে যাওয়া শুরু করেছে।’’ কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘‘আমরা দিনরাত মা ইলিশ রক্ষায় কাজ করেছি। আশা করছি এ বছর একশো শতাংশ সফল হয়েছি। জেলেদের জালে পর্যপ্ত ইলিশ ধরা পড়ার সম্ভবনা রয়েছে।’’
আরও পড়ুন:হেমন্তেই শীতের আমেজ, ফের নামল তাপমাত্রার পারদ


































































































































