অধীরের নিশানায় শাহ, বললেন ভোট এসেছে, তাই দরদ উথলে পড়ছে

0
1

মতুয়াদের জন্য দরদ উথলে পড়ছে বিজেপির। কিন্তু দেশের মানুষের চাকরি চলে যাচ্ছে খেয়াল নেই সরকারের। নতুন চাকরি হচ্ছে না। বেকার বাড়ছে হু-হু করে বাড়ছে। জিনিসপত্রের দাম আকাশছোঁওয়া। ভ্রূক্ষেপ নেই সরকারের। আর এখানে মতুয়াদের জন্য কান্নাকাটির রোল। অমিত শাহর রাজ্য সফরের দুপুরেই বিজেপিকে কাঠগড়ায় তুলে ধুয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অধীর শুধু বিজেপি নয়, তৃণমূলকেও এক হাত নেন। বলেন, বাংলায় জাত-পাতের রাজনীতি চলছে। আর এ নিয়ে তৃণমূল-বিজেপির প্রতিযোগিতা চলছে। বাংলা জাতপাতের রাজনীতিকে ছুড়ে ফেলে দেবে। এ তো উল্টো পথে যাওয়া। কে বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে।

আরও পড়ুন : অমিত সফর: নাটক করতে এসে দিবাস্বপ্ন দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের

অধীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ভোট এসেছে বোঝা যাচ্ছে। অমিত শাহ এসেছেন নির্বাচনী চমক দিতে। আগে বিজেপিকে বলতে হবে তারা ভারতের জন্য কী করেছে। এভাবে আর যাই হোক বাংলার মানুষকে বোকা বানানো যাবে না।