যে আশঙ্কা করা হচ্ছিল, সেটা ঘটলো। করোনা মহামারির জন্য লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আনলক পর্বে ধীরে ধীরে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আরে তাতেই ঘটলো বড়সড় বিপত্তি।
অন্ধ্রপ্রদেশের একটি স্কুল খুলতেই তিন দিনে সেই প্রতিষ্ঠানে ৪২০ জন করোনা পজিটিভ! জানা গিয়েছে, অন্ধ্রের সরকারি এই স্কুলটিতে গত ২ নভেম্বরে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পঠনপাঠন শুরু হয়। মাত্র তিন দিন স্কুল চলে। তার মধ্যেই ২৬২ জন পড়ুয়া এবং ১৬০ জন শিক্ষক করোনা আক্রান্ত হয়ে পড়েছেন বলে খবর।

দেশের করোনা-পরিস্থিতি এখনও যে নিয়ন্ত্রণে নেই, এই ঘটনাই তার প্রমাণ দেয়। এই অবস্থায় স্কুল পুরোপুরি খুলে গেলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াটা কিন্তু স্রেফ সময়ের অপেক্ষা। পড়াশোনা অবশ্যই জরুরি। তবে প্রাণ বিপন্ন করে নয়। এমনই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন- স্ত্রী-সন্তানকে খোরপোষ দিতে হবে বিবাহ বিচ্ছেদের দিন থেকেই, রায় সুপ্রিম কোর্টের

































































































































