এবারের আইপিএল সবদিক থেকেই তাৎপর্যপূর্ণ। মহামারির আবহে আইপিএল হচ্ছে আরব আমিরশাহিতে । কঠোর স্বাস্থ্যবিধি মেনে খেলা হচ্ছে । এমনকি, এবারই প্রথম প্লে অফে কোন চারটি দল খেলবে, তা আগে বোঝা যায়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পরিষ্কার হয়ে গেল দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের সঙ্গে হায়দরাবাদও প্লে অফে গেল।
আরও পড়ুন- ভারতে নেই কাশ্মীর! জুনিয়র ট্রাম্পের মানচিত্র প্রকাশ নিয়ে মোদিকে কটাক্ষ শশী থারুরের
কিন্তু জানেন কী প্লে অফে কে কার বিরুদ্ধে খেলবে? এদিন হায়দরাবাদের কাছে হেরে গেলেও লিগ টেবলে এক নম্বর থেকেই শেষ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। দুই নম্বরে দিল্লি ক্যাপিটালস।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দিল্লি ও মুম্বাই। মুম্বাইকে হারানোয় হায়দরাবাদের নেট রান রেটও ভালো হওয়ায় তিন নম্বরে উঠে এসেছেন ওয়ার্নাররা।এলিমিনেটরে শুক্রবার (৬ নভেম্বর) হায়দরাবাদকে খেলতে হবে চার নম্বরে শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্যাচ যে জিতবে তাদের সঙ্গে আবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রবিবারা (৮ নভেম্বর) মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল।প্লে অফ শেষ হলেই মঙ্গলবার (১০ নভেম্বর) দুবাইয়ে হবে ফাইনাল । কার হাতে উঠছে এ বারের ট্রফি, কে হাসবে শেষ হাসি তা জানার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন ।