উদ্বাস্তুদের পাট্টা বিলি, ‘স্বাস্থ্যসাথী’র আওতায় ডোকরা-ছৌ শিল্পী-তাঁতিরা: মুখ্যমন্ত্রী

0
1

উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি মুখ্যমন্ত্রীর। ১.২৫ লক্ষ পাট্টা দেওয়া হবে। প্রথম দফায় ২৫ হাজার পাট্টা বিলি হয় বুধবার। তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নে পর্ষদ গঠন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বরাষ্ট্র সচিব জানান, বাংলার বাসিন্দা হলে প্রমাণপত্র দেখালে জন্মসূত্রেই কাস্ট সার্টিফিকেট পাওয়া যাবে। বাবার পরিবারের একজন যদি শংসাপত্র পায় তা দিয়েই সবার কাজ হবে।

সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের ডোকরা, ছৌ শিল্পী ও তাঁতিদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কঠিন অসুখ হলে ৫ লক্ষ টাকা পরিবারপিছু দেওয়া হবে। সাধারণ অসুখে দেড় লক্ষ টাকা পাওয়া যাবে। সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি হাসপাতাল এবং রাজ্যের বাইরে ভেলোরেও এই স্বাস্থ্যসাথী কার্ড-এর মাধ্যমে চিকিৎসা করানো যাবে।

বাঁকুড়া, পুরুলিয়া ও নদিয়ায় তপশিলি উপজাতিদের জন্য হবে কমিউনিটি হল। দাবি মেনে, কীর্তনের জন্য আলাদা অ্যাকাডেমি তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। চণ্ডীদাসের নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হবে।

আরও পড়ুন-মতুয়াদের পাশে আছি, ভোটের আগে কেউ উড়ে এসে জুড়ে বসছে: কটাক্ষ মমতার