দ্রুত পারদ পতন, শহরে শীতের আমেজ

0
3

বুধবার হেমন্তের কলকাতায় দ্রুত পারদ পতন। একদিনে পারদ নামল ২ ডিগ্রিরও বেশি। ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির আশপাশে। এছাড়াও, বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বুধবার থেকেই পারদ নামবে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রির নীচে। বেলা বাড়লে চড়া রোদ ওঠার কথা বলে আবহাওয়া অফিস। সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে অনলাইন জুয়া! আইনি নোটিশে অস্বস্তিতে কোহলি-সৌরভ

এদিকে বুধবার রাতে জম্মু-কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহে এরাজ্যে বৃষ্টিপাতের  সম্ভাবনা রয়েছে। তবে কবে ও কোথায় এই বৃষ্টি হবে তা আগামী সপ্তাহে আবহাওয়া দফতরের তরফে জানানো হবে।