কঠিন সময় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

0
3

খারাপ ও কঠিন সময় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। এমনই দাবি করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সঙ্গে নির্মলা জানিয়েছেন, আগামী বাজেটে দেশের পরিকাঠামো উন্নয়নই মোদি সরকারের পাখির চোখ। করোনা-লকডাউনের জেরে জোরাল ধাক্কা দিয়েছে দেশের অর্থনীতিতে। লকডাউনের জেরে গত অগাস্টেই শূন্যের নীচে নেমে যায় জিডিপির হার। সেই বাঁধা সরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানিয়েছেন, রফতানি ক্ষেত্রে বৃদ্ধি অব‌্যহত রয়েছে। শিল্প ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিশা দেখা দিয়েছে। নির্মলার দাবি, দক্ষ শ্রমিকরা নতুন এবং বেশি অর্থ হাতে পাওয়ার সুযোগ পাচ্ছেন। মাঝারি দক্ষ শ্রমিকদেরও আরও ভাল কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে অদক্ষ শ্রমিকদেরও নিজের নিজের এলাকায় কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নির্মলার দাবি, দু’চাকার গাড়ি এবং অন্যান্য গাড়ির বিক্রি, রফতানি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স-এর বৃদ্ধি ক্ষত সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিতই দিচ্ছে।

উল্লেখ্য, গতকালই পিএমআই জানিয়েছে, গত এক দশকের মধ্যে দেশের কলকারখানায় রেকর্ড উৎপাদন বৃদ্ধি হয়েছে গত অক্টোবরে, ৫৮.৯ পয়েন্ট। গ্রামীণ অর্থনীতিতেও কিছুটা গতি এসেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

আরও পড়ুন-অফিস টাইমে চলবে ২০০ ট্রেন: রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত