Breaking: রিপাবলিক টিভির অর্ণব গোস্বামীকে বাড়ি থেকে আটক করল মুম্বই পুলিশ

0
2

আটক রিপাবলিক টিভির অন্যতম কর্ণধার ও সম্পাদক অর্ণব গোস্বমী। বুধবার সকালে মুম্বই পুলিশ অর্ণবের বাড়িতে ঢুকে কার্যত টানতে টানতে তুলে নিয়ে যান পুলিশ ভ্যানে। এরপর কী গ্রেফতার? টানটান উত্তেজনা মুম্বইয়ের মিডিয়া জগতে।

২০১৮ সালে ইন্টিরিয়র ডিজাইনার তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। অর্ণবের অভিযোগ তাঁর সঙ্গে ধ্বস্তাধ্বস্তি, মারধর করেছে মুম্বই পুলিশ। একই সঙ্গে তাঁর স্ত্রী, ছেলে, শ্বশুর ও শাশুড়ির সঙ্গেও অভ্যব আচরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, তাঁকে আলিবাগ থানায় নিয়ে যাওয়া হবে। সেখানেই সম্ভবত গ্রেফতার করা হবে। বেশ কিছুদিন ধরেই মুম্বই পুলিশের সঙ্গে সংঘাত চলছিল রিপাবলিক টিভির সম্পাদকের। সুশান্ত সিং রাজপুত মামলা থেকে ফেক টিআরপি কেস, একাধিক মামলায় অর্ণবের নাম উঠে আসছিল। দোষারোপ পাল্টা দোষারোপ চলছিল মুম্বই পুলিশ আর রিপাবলিক টিভি-র মধ্যে। এরইমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনা। সেই মামলাতেই আটক করা হল অর্ণবকে।

৫৩ বছরের নায়েক ও তাঁর মা কুমুদ দু’বছর আগে আলিবাগে আত্মহত্যা করেন। নিজের সুইসাইড নোটে নায়েক বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দু’জনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পেতেন।আর সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন।

বিজেপি ঘনিষ্ঠ অর্ণবের হয়ে গেরুয়া বাহিনী কীভাবে নামে, সেটাই দেখার।

আরও পড়ুন: মার্কিনমুলুকে ভোট: ট্রাম্প জয়ী ১৪টি রাজ্যে, বিডেন ১৩টি