ফের ঝাড়ফুঁকে প্রাণ গেল শিশুর!

0
1

ফের ঝাড়ফুঁকের বলি এক শিশু। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার পাগলা ঘাট এলাকায়।শিশুর নাম নিশা মণ্ডল। বয়স দশ মাস। নিশার বাবা রাজকুমার মণ্ডল জানান, সে ঘুমিয়ে ছিল। সেই সময় তাঁদের নজরে পড়ে পায়ের কিছু অংশ ফোলা। এরপরই নিশাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান তাঁরা। কিন্তু সেখানে ঝাড়ফুঁক করানোর পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখন শিশুটিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- মতুয়াদের পাশে আছি, ভোটের আগে কেউ উড়ে এসে জুড়ে বসছে: কটাক্ষ মমতার

মঙ্গলবার, রাতে সেখানেই মৃত্যু হয় ওই শিশুর। বিষাক্ত পোকার কামড়েই মৃত্যু হয়েছে বলে মত চিকিৎসকদের। একবিংশ শতকেও পোকার কামড়ের জন্য চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ার ঘটনায় হতাশ চিকিৎসক তথা স্থানীয় বিজ্ঞানমনস্ক মানুষ। প্রশাসনের তরফে এত প্রচারের পরেও সচেতনতা বাড়ছে না বলেই মত সকলের।