বিজেপির মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার সেন্ট্রাল এভিনিউ

0
1

আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে রাজ্যে। এই অভিযোগে আজ, বুধবার কলকাতায় এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। সেন্ট্রাল এভিনিউতে রাজ্য বিজেপির সদর দফতর থেকে এই মিছিল যাওয়ার কথা ছিলো মেও রোডে গান্ধী মূর্তি পর্যন্ত। কিন্তু অনুমতি না থাকায় মিছিল শুরু হওয়ার আগেই তা সেন্ট্রাল এভিনিউতেই আটকে দেয় পুলিশ।

আগে থেকেই সেখানে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা ছিল। নামানো হয় RAF. এরপর ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ এবং বিজেপি কর্মীরা। অবরুদ্ধ হয়ে যায় গোটা সেন্ট্রাল এভিনিউ চত্বর। প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউয়ের উপর বসে পড়েন যুব মোর্চার কর্মীসমর্থকরা। পুলিশ প্রায় দেড়শ জন বিজেপি কর্মীকে আটক করে।

গ্রেফতার করা হয় যুব মোর্চার রাজ্য সম্পাদক রিমঝিম মিত্র, যুব মোর্চার নেত্রী কাঞ্চনা মৈত্র, বিজেপি নেতা কল্যাণ চৌবে, যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রকাশ দাস-সহ আরও অনেককে। কিছুক্ষণ অবরোধ থাকার পর তা তুলে নেন বিজেপি কর্মীসমর্থকরা।

আরও পড়ুন-নবান্নে উদ্বাস্তুদের পাট্টা বিলি