দুদিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত নটা পাঁচ নাগাদ বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়। বিমানবন্দরের বাইরে ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। 4 নম্বর গেট থেকে বেরিয়ে আসতেই অমিত শাহর উপর পুষ্পবৃষ্টি করেন তাঁরা। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী দুদিন ব্যস্ত সফরসূচি রয়েছে তাঁর। কিন্তু রাতে কলকাতায় ফিরে হোটেলেই থাকবেন তিনি।
রাজ্য সফরে এসে চতুর্ডিহি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে রাজারহাট থেকে বাঁকুড়া যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে শহর লাগোয়া পুয়াবাগানে বীরসা মুন্ডার মূর্তিতে মালা দেবেন। এরপর রবীন্দ্র ভবনে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক। দুপুরে চতুর্ডিহিতে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। মেনুতে থাকছে ভাত, ডাল, আলু পোস্ত ও চাটনি। মধ্যাহ্নভোজের পর ফের রবীন্দ্রভবনে বৈঠক। বৃহস্পতিবার ফিরে আসছেন কলকাতা।
শুক্রবার, তিনি নিউটাউন এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন। সেখানে মেনুতে থাকছে রুটি ডাল, পনির। বিকেল বিকেলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে দেখা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। শুক্রবার রাতে কলকাতা ছাড়বেন অমিত শাহ।
আরও পড়ুন- কিডনি কাজ করছে না, চলছে মাল্টিপল ট্রান্সফিউশন! অত্যন্ত সঙ্কটজনক সৌমিত্র