কোভিড আবহের মধ্যেই বিহারে চলছে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেই উদাহরণ সামনে রেখে আগামী বছর পশ্চিমবঙ্গে ভোট করাতে বিশেষ ব্যবস্থা নিতে চাইছে তারা। এ বিষয়ে আলোচনার জন্য ৯ নভেম্বর বেলা ২ টোয় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

প্রথম পদক্ষেপ হিসেবে বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় কম থাকলে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেই জন্যই এই উদ্যোগ বলে সূত্রের খবর। ১০ নভেম্বর এই ইস্যুতে জেলাশাসকদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।
সংক্রমণের কারণে পুরভোট এরাজ্যে স্থগিত হয়ে গিয়েছে।
এবার বিধানসভা নির্বাচন করতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে সে দিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন-গুরুং পলিটিক্যাল ক্রিমিনাল- বৈঠকের আগে সুর চড়ালেন বিনয়
































































































































