কাটছে না আতঙ্ক, ভূমিকম্পের ৩ দিন পরেও চলছে উদ্ধার কাজ

0
3

ভূমিকম্পের পর ৩ দিন কেটে গিয়েছে। কিন্তু আতঙ্ক কাটছে না তুরস্ক, গ্রিসে। এখনও চলছে উদ্ধার কাজ। তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন বিভিন্ন এজেন্সির কর্মীরা। তাঁদের ধারণা, এখনও বহু মানুষ জীবিত অবস্থায় আটকে আছেন। শেষ পাওয়া খবরে অনুযায়ী, ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৫৮ জনের। আহত ৯০০ র বেশি।

শুক্রবার বেলায় ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক, গ্রিস। উত্তর-পূর্বের ইজিয়ান সাগর ছিল ভূমিকম্পের কেন্দ্র। সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার পশ্চিম তুরস্কে একটি ইমারতের মধ্যে বছর ৭০ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ৩৪ ঘণ্টা আটকে ছিলেন তিনি। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

স্পষ্টতই, ভূমিকম্পের জেরে ব্যাহত হয়েছে জনজীবন। চারিদিকে গ্রাস করেছে স্তব্ধতা। তুরস্কের উপরাষ্ট্রপতি ফুঅত আক্তে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধার কাজ এখনো চলছে। একইসঙ্গে আহতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা তাঁর।

প্রসঙ্গত, শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের বিস্তীর্ণ এলাকা। স্থানীয় সময় সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশে সেফেরিহিসার জেলা থেকে ১৭.২৬ কিলোমিটার দূরে আজিয়ান সাগরের ১৬.৫৪ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।

আরও পড়ুন:বাংলাদেশে করোনারোগী প্রতি সরকারের ব্যয় হচ্ছে ১৫ থেকে ৪৭ হাজার টাকা