রাজ্যে সংক্রমণের প্রকোপ এখনও হ্রাস পায়নি৷ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংক্রমণের গতি উর্ধ্বমুখী হবে৷ একই আশঙ্কা প্রশাসনেরও৷ তাই
রাজ্যের প্রথম করোনা হাসপাতাল বেলেঘাটার ID-তে দ্রুত আরও ২০০ করোনা-বেড বাড়ানো হচ্ছে। আজ, সোমবার থেকেই পুরোদমে সংস্কার কাজ শুরু হয়েছে।
রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ দেবাশিস ভট্টাচার্য ID হাসপাতালে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান এবং পরিকাঠামো তৈরি করতে বলে এসেছেন৷
ID সূত্রে জানা গিয়েছে, ওখানকার জিবি ব্লকের ডায়েরিয়া এবং ডেঙ্গু ওয়ার্ডের বেডগুলি করোনা বেডে পরিবর্তিত করা হচ্ছে। ওখানকার ডায়েরিয়া এবং ডেঙ্গু রোগীদের অন্য সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। তবে জলাতঙ্ক এবং আরও কিছু সংক্রামক রোগের চিকিৎসা ID-তে চালু থাকবে। ডায়েরিয়া এবং ডেঙ্গু, এই দুটি ওয়ার্ড থেকে প্রায় ১০০ বেড পাওয়া যাবে। এছাড়াও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আরও ১০০টি বেড করোনা চিকিৎসায় কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রথম ১০০টি এবং ডিসেম্বর মাসের মধ্যে আরও ১০০ বেড চালু করা হবে ID-তে। বর্তমানে ৬০০ বেশি শয্যার এই সংক্রামক ব্যাধির হাসপাতালে ১১৫টি বেডে করোনা চিকিৎসা চলছে। আরও ২০০ শয্যা বৃদ্ধি পেলে মোট করোনা শয্যা হবে ৩১৫। ভবিষ্যতে কলকাতা ও সংলগ্ন এলাকায় পজিটিভ রোগীর সংখ্যার বৃদ্ধি পেলে এই বাড়তি ২০০ বেড যাতে বাড়তি চাপ কিছুটা নিতে পারে, তাই এই ব্যবস্থা ৷

































































































































