পুলিশি হেনস্থার অভিযোগ: প্রতিবাদে বীরভূমে থানা ঘেরাও বিজেপির

0
1

মিথ্যে মামলায় বিজেপির নেতা-কর্মীদের হেনস্থা করা হচ্ছে। আর পুলিশ সেটা করছে শাসকদলের নির্দেশে। এই অভিযোগে বীরভূম জেলার সমস্ত থানাতে বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপির। সোমবার, জেলার ২৩টি থানা এলাকায় এই কর্মসূচি পালিত হয়। দিন দুয়েক আগে মল্লারপুর থানায় পুলিশ লকআপে অস্বাভাবিক মৃত্যু হয় শুভ মেহেনা নামে এক নাবালকের। সেই ঘটনায় বিজেপির আন্দোলনের পরিপ্রেক্ষিতে পুলিশের সুয়োমোটো মামলা করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এছাড়াও বিজেপি সংখ্যালঘু সেলের জেলা সভাপতি শেখ সামাদের রাজনৈতিক কর্মসূচিতে পারুই থানার পুলিশের মামলা-সহ বিভিন্ন ইস্যুতে পথে নামলেন বিজেপির নেতা-কর্মীরা। এদিন ওই দলের পক্ষ থেকে জেলার সমস্ত থানায় পুলিশের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি, থানায় স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারী।

আরও পড়ুন-প্রথমদিনই ডিএম-এসপিকে তলব, কেন এক চা-বাগান মালিকের সঙ্গে লাঞ্চ রাজ্যপালের?