Shuvendu update : এ পাশে ব্যানার, ও পাশে অখিল গিরি, কাঁথি জমজমাট

0
3

এবার অখিল গিরির কাঁথিতে শুভেন্দুর হোর্ডিং। আর নিজের এলাকায় শুভেন্দুর দলবিহীন প্রচারে চটেছেন কাঁথির রামনগরের বিধায়ক। সোজা অভিযোগ করেছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে।

সোমবার সকাল থেকেই কাঁথির বিভিন্ন জায়গায় শুভেন্দুর ছবি দেওয়া হোর্ডিং দেখতে পাওয়া যায়। হোর্ডিংয়ে লেখা, ‘দাদার সঙ্গে ছিলাম, আছি, থাকব।’ দুদিকে দুটি ছবি শুভেন্দুর। মাঝে অনেকটা জায়গা ফাঁকা। দেখা যাচ্ছে, পথ চলতি বহু মানুষ সেখান দিয়ে যাওয়ার পথে সেই হোর্ডিংয়ে সই করে যাচ্ছেন।

এই ছবি দেখে বেজায় চটেছেন অখিল গিরি। তাঁর প্রশ্ন, দলে থেকে আবার দাদা মানে কী? দলের একজনই নেত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এ জিনিস চলতে পারে না। আমি দলের উপর মহলে জানিয়েছি। এখন তারা যা করার করবে। অখিলের কথায় পরিষ্কার, তিনি নিশ্চিত নন, দলের শীর্ষ নেতৃত্ব আদৌ তাঁর কথায় নড়েচড়ে বসবেন কিনা।

একদিকে হোর্ডিং আর অন্য দিকে অখিল গিরির অস্বস্তি, সব মিলিয়ে শুভেন্দুকাণ্ডে জমজমাট কাঁথি।

আরও পড়ুন-Shuvendu Update: শুভেন্দুর বিষয়ে মুকুলকে দূরে রাখার সিদ্ধান্ত দিল্লি বিজেপির