বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজ্য সরকারকে তোপ দাগলেন অমিতাভ চক্রবর্তী। ট্যুইটে সরাসরি দাবি করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।

দলীয় কর্মী বিজয় শীলের রহস্য-মৃত্যু নিয়ে গতকাল থেকে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। আর সে প্রসঙ্গ সামনে এনেই অমিতাভ লিখেছেন, বিজেপি কার্যকর্তাকে নৃশংসভাবে খুন করছে গুণ্ডাবাহিনী আর পুলিশ বাহিনী দিয়ে। কিন্তু এভাবে বিজেপিকে এভাবে আটকানো সম্ভব নয়।

দায়িত্ব নিয়েই অমিতাভ নেমে পড়েছেন অমিত শাহর বাংলা সফরের প্রস্তুতিতে। বৈঠক করছেন দলের নেতা-নেত্রীদের সঙ্গে। আর দায়িত্ব পেয়েই তোপ দাগতে শুরু করেছেন। তাঁর লক্ষ্য তৃণমূল সুপ্রিমো। তবে লক্ষ্যণীয় হলো, রাজ্য বিজেপি সভাপতি আর সাংগঠনিক সাধারণ সম্পাদকের মধ্যে বোঝাপড়া লক্ষ্য করা গিয়েছে প্রথম দিন থেকেই।
আরও পড়ুন-হঠাৎ কলকাতায় শুভেন্দু, বৈঠক করছেন পরিবহন দফতরের আধিকারিকদের সঙ্গে































































































































