রিষড়ায় অবরোধ উঠলেও, বিক্ষোভ অব্যাহত বৈদ্যবাটিতে

0
3

রিষড়ায় অবরোধ উঠে গেলও,সন্ধের পরেও বিক্ষোভ অব্যাহত বৈদ্যবাটি স্টেশনে। লোকাল ট্রেন চালু করার দাবিতে সোমবার সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে অবরোধ বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।এদিন সন্ধের পরেও সেই অবরোধ বিক্ষোভ অব্যাহত রয়েছে বৈদ্যবাটি স্টেশনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৈরি রয়েছে রেল পুলিশ।

আরও পড়ুন:রাজ্যের সঙ্গে বিমাতার মতো আচরণ করছেন ধনকড়: কল্যাণ

তবে সন্ধে পর্যন্ত রিষড়া স্টেশনে অবরোধ বিক্ষোভ চলার পর রেল পুলিশের কথায় রিষড়া স্টেশনে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এদিন নবান্নে রেলের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কবে থেকে ট্রেন লোকাল ট্রেন চলবে সে বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। এ বিষয়ে 5 নভেম্বর বৈঠকে বসবে দুপক্ষ। দ্রুত ট্রেন চালাতে চায় রাজ্য সরকার। এই পরিস্থিতিতে স্টেশনগুলিতে বিক্ষোভ যাতে আর না বাড়তে পারে সেদিকে নজর রাখছে রেল পুলিশ।