এবার চার্চের পাদ্রীকে গুলি, ফ্রান্সের লিঁয় শহরে আতঙ্ক

0
3

দিন কয়েক আগেই ফ্রান্সে চার্চের মধ্যে তিন জনকে গুলি করে খুন করেছিল বন্দুকবাজরা। এবার ফের এক চার্চের পাদ্রীকে গুলি করা হলো । এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই পাদ্রী। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।

আরও পড়ুন- মোদির গুণ গেয়ে উত্তরবঙ্গে একমাসের সফরে রাজ্যপাল, বিরোধীদের মতে রাজনীতি
ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেতে। ওই দিন সন্ধ্যেবেলা চার্চ বন্ধ করার সময় পাদ্রী নিকোলাস কাকাভোলিকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। ফ্রান্সের লিঁয় শহরে ওই চার্চের পাদ্রী 52 বছর বয়সী নিকোলাস বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ । কি কারণে ওই পাদ্রীকে লক্ষ্য করে গুলি করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ওই পাদ্রীর বুকে দুটি গুলি লেগেছে । ঘটনার প্রত্যক্ষদর্শীরা যে বিবরণ দিয়েছেন সেই অনুযায়ী দুষ্কৃতীর ছবি আঁকা হয়। এরপরই চিরুনি তল্লাশি চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । যদিও তার কাছে কোনও অস্ত্র পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। আপাতত তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ওই দুষ্কৃতীর সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, করোনা সংক্রমণে চার্চ বন্ধ থাকায় বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি। যদিও গুলিবিদ্ধ পাদ্রী নিকোলাস প্রত্যেকদিন সকালে চার্চ খুলতেন এবং সন্ধ্যায় বন্ধ করতেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।