বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। বাংলার বাইরেও তার ব্যাপ্তি। কিন্তু এই বাংলাতে এমনও জায়গা আছে যেখানে দুর্গাপুজো হয় না। উৎসব মানে সেখানে লক্ষ্মীপুজো।
মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কৃষ্ণনগরে দুর্গাপুজো হয় না। গ্রামের মানুষ উৎসব বলতে বোঝেন লক্ষ্মীপুজো। গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেন এই লক্ষ্মী পুজোর সময়। লক্ষ্মীপুজো উপলক্ষে গ্রামবাসীদের বাড়িতে আসেন আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব। এমনকী ভিন রাজ্যে যারা থাকেন, তাঁরাও লক্ষ্মীপুজোতে বাড়িতে ফেরেন। কিন্তু করোনা আবহে সেই পুজোতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

শতবর্ষ প্রাচীন এই লক্ষ্মীপুজো। যাকে ঘিরে উন্মাদনার শেষ নেই। লক্ষ্মীপুজো উপলক্ষে মেলাও বসে। করোনা আবহে অবশ্য রয়েছে একাধিক বিধিনিষেধ। গ্রামের মানুষ, যারা সুত্রে বাইরে থাকেন তাঁদের উৎসবে যোগ দেওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে। সরকারের নির্দেশিকা মেনে মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে ঢুকতে দেওয়া হয়নি। রাখা হয়েছিল স্যানিটাইজার।
তবে করোনা আবহে মন খারাপ গ্রামবাসীদের। স্থানীয়দের বক্তব্য, “আমাদের কাছে উৎসব মানেই লক্ষ্মীপুজো। পুজোর সময় মেলা বসে। এবছর করোনার জন্য মেলা হচ্ছে না। আমরাও সব নিয়ম মেনে নিয়েছি। শারীরিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে এই উৎসবে শামিল হয়েছি।
আরও পড়ুন:নতুন প্রজন্মের হাত ধরে আজও চিরন্তন উত্তম কুমারের বাড়ির লক্ষ্মীপুজো




































































































































