বিষ্ণু অপহরণ-খুন কাণ্ডে জালে আরও এক

0
2

বিষ্ণু অপহরণ-খুন কাণ্ডে বিশালের আরেক শাগরেদকে গ্রেফতার করল চন্দনগর কমিশনারেটের পুলিশ। শনিবার, মন্টু ঘোষ নামে এক দুষ্কৃতীকে শেওড়াফুলির গড়বাগানের যৌনপল্লি থেকে গ্রেফতার করে।পুলিশি জেরায় ধৃত কবুল করেছেন বিষ্ণু খুনের সময় তিনি সেখানে হাজির ছিলেন।

মন্টুকে জেরা করেই বিষ্ণুর বাকি দেহাংশ উদ্ধার ও দুষ্কৃতী বিশালের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ। কিন্তু এখনও মৃতের মুণ্ড ও ধড়ের কিছু অংশ মেলেনি।

আরও পড়ুন- মোদির গুণ গেয়ে উত্তরবঙ্গে একমাসের সফরে রাজ্যপাল, বিরোধীদের মতে রাজনীতি