খোলা আকাশের নিচে আস্ত থিয়েটার, কলেজ পড়ুয়াদের উদ্যোগে ফিল্ম ফেস্টিভ্যাল!

0
3

মহামারি আবহের জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেলেও, পিছিয়ে নেই সিনেপ্রেমী একদল পড়ুয়া। কোরোনা আবহে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় । এই পরিস্থিতিতে বাড়িতে বসেই ছোট্টো ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করল বহরমপুরের কয়েকজন কলেজ পড়ুয়া। নাম “ছোট্টো ফিল্ম ফেস্টিভ্যাল”। প্রজেক্টার ভাড়া করে বাড়ির ছাদে খোলা আকাশের নিচে তৈরি আস্ত থিয়েটার। তিন দিনের এই ফেস্টিভেল শুরু হয়েছে শনিবার থেকে। চলবে সোমবার পর্যন্ত।

আরও পড়ুন : মাতৃত্বকালীন অবসর কাটিয়ে এবার কি নতুন ভূমিকায় শুভশ্রী?

কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আয়োজন করা হয় ফেস্টিভ্যাল। ব্যবস্থা আছে স্যানিটাইজ়ারের। সামাজিক দূরত্ব বিধি মেনে একসঙ্গে ১৫ জনকে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

ফেস্টিভেলের উদ্যোক্তা দেবনীল সরকার বলেন, “আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি তারা গত নয় মাস হলে যেতে পারিনি । তাই আমাদের পছন্দের সিনেমা বড় স্ক্রিনে দেখতে চেয়েছি । মূলত এই চিন্তা থেকেই উদ্যোগ । আমার মনে হয় সিনেমা দেখার জন্য বড় স্ক্রিনের বিকল্প হয় না ।”

আরও পড়ুন : সাতপাকে বাঁধা পড়লেন কাজল-গৌতম, পোস্ট করলেন হলদি ও মেহেন্দির ছবি

উদ্যোক্তারা প্রত্যকেই কলকাতা, যাদবপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা, চলচ্চিত্র বিভাগের ছাত্র। তিনদিনের এই ফিল্ম ফেস্টিভেলের আজ দ্বিতীয় দিন। শনিবার প্রথমদিন জার্মান চলচ্চিত্র পরিচালক মাইকেল হ্যানেকির তৈরি ছবি “দ্যা হোয়াইট রিবন” দেখানো হয়। রবিবার দেখানো হয় এলেম ক্লিমভ পরিচালিত ছবি “কাম অ্যান্ড সি মি”। এদিনই দেখানো হয় ঋত্বিক ঘটকের তৈরি ছবি “বাড়ি থেকে পালিয়ে”। স্যোশাল মিডিয়াকে কাজে লাগিয়েছে এই উদ্যোগকে সফল করার চেষ্টা করেছেন পড়ুয়ারা।